নিউজ ডেস্ক :
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে শক্ত প্রার্থী নিয়ে লড়তে চায় দেশের অন্যতম ইসলামিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। মঙ্গলবার (১০ জুন) আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন জমিয়তের নেতারা।
অনুষ্ঠানে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, 'বর্তমান সময়ের সবচেয়ে বড় দায়িত্ব হলো সকল ক্ষেত্রে দ্বীনদার,জনকল্যাণে নিবেদিত, সৎ ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠা করা। ইউনিয়ন পর্যায়ে আলেমদের নেতৃত্ব জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন'।
সভায় জানানো হয় , 'জমিয়তের আদর্শকে সামনে রেখে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, যিনি ইসলামী মূল্যবোধে দৃঢ় ও সমাজে গ্রহণযোগ্য'।
শরীফপুর ইউনিয়নের হাজিগঞ্জ আমতলা বাজারে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত আয়োজিত উক্ত বিশেষ ঈদ পূণর্মিলনী ও রাজনৈতিক পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি তেলিবিল এহিয়া উলূম মাদরাসার নাজিম মাওলানা ইসহাক আহমদ।
এই মিলনমেলায় ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ একত্রিত হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়ন ও রাজনৈতিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন করেন।
সভায় বক্তাগণ শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জমিয়তের পক্ষ থেকে একজন যোগ্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। সেই সঙ্গে নির্বাচনী মাঠে সংগঠনের সকল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা বাহাউল ইসলাম ইকবাল, সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ আজাদ, মুন্সীবাজার দারুল হাদিস মাদরাসার শায়খুল হাদীস ও লালারচক মাদরাসার মুহতামিম মুফতি আশরাফুল হক্ব,দক্ষিণকাছ মাদরাসা সিলেটের মুহাদ্দিস মুফতি শামছুল ইসলাম,শমশেরনগর এয়ারপোর্ট জামে মসজিদের খতিব মুফতি সাইফুর রহমান,শামীমাবাদ মাদরাসা সিলেটের মুহাদ্দিস মাওলানা আব্দুল হাকীম ক্বাসিমীসহ
বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ,স্থানীয় আলেম সমাজ ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।
ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে জমিয়তের রাজনৈতিক কর্মকান্ডকে আরও গতিশীল করেছে বলে মত দেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আগামী দিনে শরীফপুর ইউনিয়নে জমিয়তের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বৈঠক শেষে কাতার প্রবাসি জমিয়ত নেতা মাওলানা বেলাল আহমদকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত