নিউজ ডেস্ক :
ভারতে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সৌভাগ্যক্রমে একজন আরোহী বেঁচে যান। অন্য সকলেই মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভারতের আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া প্লেনটি লন্ডনে যাচ্ছিল। দুর্ঘটনার সময় এতে ২৪২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী সহ ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। অলঅলৌকিকভাবে একজন আরোহী বেচে গেলেও ১২ জন ক্রু সহ অন্য সকলেই মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি। পাশাপাশি বিধস্ত হওয়ার সময় বিমানটি মেডিকেল কলেজ ছাত্রাবাসের উপর আছড়ে পড়ে। এতে মেডিকেল কলেজ ছাত্রবাসের ভবনগুলো বিধস্ত হয়ে ৫ জন মেডিকেল শিক্ষার্থী মারা যান। এসময় আরও অনেকে আহত হন।
জানা যায়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার প্লেন। আরোহীদের হতাহতের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত