নিউজ ডেস্ক :
লন্ডনে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লন্ডনের একটি হোটেলে প্রায় দেড় ঘন্টাব্যাপী ওই বৈঠকে দেশের চলমান সংস্কার, জুলাই আগস্ট গণহত্যার বিচার এবং জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.খলিলুর রহমান ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলেন।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান,জাতীয় নির্বাচনের তারিখ রোজার আগে নিয়ে আসার প্রস্তাব দিলে প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভাব্য তারিখ এপ্রিলের প্রথমার্ধে হলেও বিচার ও সংস্কার প্রক্রিয়া আনা গেলে রমজানের আগেও নির্বাচন হতে পারে এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ড. খলিলুর রহমান বলেন, খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশন নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে।