নিউজ ডেস্ক :বিশিষ্ট কমিউনিটি নেতা মাওলানা শাহ মাশুকুর রশীদ আগামীকাল (১৫ জুন) কুলাউড়া আসছেন। এসময় তিনি রাজনৈতিক প্রোগ্রামসহ বিভিন্ন সামাজিক কধর্মসুচিতে যোগাদান করবেন।
জানা যায় মাওলানা শাহ মাশুকুর রশীদ একজন তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ এবং প্রবাসী কমিউনিটি নেতা । তিনি কুলাউড়া উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান ও দারুর রাশাদ ট্রাস্ট ইউকের চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। এছাড়াও দারুর রাশাদ ইসলামিক একাডেমী , জগন্নাথপুর মৌলভীবাজার ও দারুর রাশাদ মাদরাসা মাদানগর , কুলাউড়া এর প্রতিষ্ঠাতা পরিচালক।
রাজনীতিতে তিনি ইসলামী রাজনৈতিক দল জমিয়তের সাথে সম্পৃক্ত। ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব।
মাওলানা শাহ মাশুক আগামীকাল দুপুর ১২ টায় হাজীপুরের এবিসি কমিউনিটি সেন্টারে কুলাউড়া দক্ষিণাঞ্চল জমিয়ত নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দুপুর ২টায় কুলাউড়ায় পাকশি রেস্টুরেন্ট হল রুমে জমিয়ত, যুব জমিয়ত, ও ছাত্র জমিয়তের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেলে ৪ টায় কুলাউড়া উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন । সন্ধায় জুড়ি উপজেলা জমিয়ত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বড়লেখা উপজেলা জমিয়ত ছাত্র জমিয়ত ও যুব জমিয়ত কর্তৃক অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।