নিউজ ডেস্ক :
কুলাউড়া উপজেলা ছাত্র জমিয়তের সম্মেলনে আগামী ২০২৫ ও ২৬ সেশনের জন্য শামসুল ইসলাম সাইমীকে সভাপতি, আবু নছর খালেদকে সাধারণ সম্পাদক এবং বাহাউল ইসলাম ইকবালকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্র জমিয়ত বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে এই কমিটি গঠন করা হয়।
এর আগে শহরের পাকশী রেস্টুরেন্টে সংগঠনের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম সাইমীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু নছর খালেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুলাউড়া উপজেলার সভাপতি মাওলানা আজির উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মাওলানা আলা উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এহসান, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আল আমীন প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলার প্রধান উপদেষ্টা প্রবীণ আলিমেদ্বীন মাওলানা আনোয়ার হুসাইন সাহেবের মোনাজাতের মাধ্যমে অধিবেশন সমাপ্ত হয়।
এই সম্মেলনের মাধ্যমে ছাত্র জমিয়ত বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখা নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।