স্টাফ রিপোর্টার :মৌলভীবাজার শহরের দরগাহ মহল্লা শেখ কাজিম উদ্দিন রোডের একটি বাসা থেকে রবিবার সকালে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। বাসার সিসিটিভি চালু থাকাবস্থায় চোরেরা টিভিএস রাইডার ১২৫ সিসি মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয়। এ বিষয়ে মোটরসাইকেলের মালিক প্রবাসীর স্ত্রী মোছা হাসিনা বেগম( ৪৮) থানায় লিখিত অভিযোগ করেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায় মউল পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেখ কাজিম উদ্দিন রোডের আব্দুল মোতালিব ভিলা নামক বাসায় ভাড়া থাকেন হাজীপুর ইউনিয়নের প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালামের স্ত্রী পল্লী বিদ্যুতের পরিচালক মোছা হাসিনা বেগম। উক্ত বাসার গ্রাউন্ড ফ্লোরে তার নামীয় একটি টভিএস রাইডার মোটরসাইকেল থাকে।সেটা তার ছেলে রেজওয়ান ব্যবহার করে।রবিবার ভোরে সিসিটিভি চালু থাকাবস্থায় সকাল ৭.৩০ টার পর চোরেরা নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ রয়েছে বলে তিনি জানিয়েছেন।
হাসিনা বেগম জানান, এ বিষয়ে তিনি মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিকেল সাড়ে ৪ টায় মৌলভীবাজার নিউজকে জানান,এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখন পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।