কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের-২( কুলাউড়া) আসনে জমিয়তের প্রার্থী শরীফপুর ইউনিয়নের কৃতি সন্তান মাওলানা শাহ মাশুকুর রশীদ। রবিবার কুলাউড়া উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলা শাখা আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তাঁকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তিনি বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব। কুলাউড়ায় তাঁর আগমন উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা জমিয়তের উদ্যোগে এই মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। রবিবার (১৫ জুন) কুলাউড়া শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম। এসময় মাওলানা বদরুল ইসলাম মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে জমিয়তের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে মাওলানা শাহ মাশুকুর রহমানের নাম প্রস্তাব করেন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত এই কুলাউড়াবাসী। শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাচ্ছেন না ঠিকমত। দলবদলের রাজনীতিতে বারবার যারা এমপি হোন তারা শুধু দল বা জোটের সাথে নয়, কুলাউড়াবাসীর অধিকার নিয়ে ছলনা করেছেন। প্রতি বছরেই বন্যা সমস্যা ও শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার যেন কেউ নাই। কুলাউড়াবাসীর উন্নয়ন ও দুঃখ নিরসনে সৎ ও আমানতদার প্রার্থী নির্বাচনের বিকল্প নেই। আমার প্রিয় দল জমিয়ত যদি আমাকে মনোনীত করে এবং কুলাউড়াবাসী আমাকে নির্বাচিত করে তবে আমার সর্বোচ্চটুকু দিয়ে কুলাউড়াবাসীর কল্যাণে কাজ করে যাবো।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জমিয়তের বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত