আব্দুল বাছিত বাচ্চু :
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি এম নাসের রহমান এর বিরুদ্ধে দুদকের তদন্তকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রবিবার বিভিন্ন গণমাধ্যমে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এর পুত্র এম নাসের রহমান এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদকের অনুসন্ধান চলছে এমন সংবাদ প্রচারিত হয়। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তৃণমূলে বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষোভের বহি:প্রকাশ ঘটান বিএনপির নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক বকশী মিছবাহ উর রহমান, প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী, সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীদের প্রতিক্রিয়ার শিরোনাম এই রকম,
"অবিশ্বাস্য কোন নাটক দেশবাসী দেখতে মোটেও প্রস্তুত নয়!"
ফেইসবুকে তারা লিখেছেন, দেশের মানুষ জুলাই বিপ্লবের পর বিগত সাড়ে পনেরটি বছর রাতের ও আমি তুমি ডামি অবৈধ ভোটে রাস্ট্রীয় ক্ষমতায় আকড়ে থেকে বাংলাদেশের সাধারন জনগনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি, আত্মসাৎ আর পাচার করেছে তাদের বিরুদ্ধে দুদকের দৃশ্যমান অবস্হান দেখতে চায় । দুদকের তালবাহানা কিংবা অবিশ্বাস্য কোন নাটক দেশবাসী দেখতে মোটেও প্রস্তুত নয়।
নেতাকর্মীরা লিখেছেন ”উদোর পিন্ডি বুদোর ঘাড়ে” চাপিয়ে জনগনের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা ফ্যাসিস্ট হাসিনা রেজিমের সরকারের ধারাবাহিকতা রক্ষার মতো পদক্ষেপ হবে দৃষ্টিকটু আর দেশবাসীর কাছে চরম ঘৃণিত কাজ ছাড়া আর কিছু নয় ।
তারা লিখেছেন,' সর্বজন শ্রদ্ধেয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান স্যারের জ্যেষ্ঠ ছেলে বিএনপি নেতা এম নাসের রহমানের বিরুদ্ধে দুদকের নাটক দেশের রাজনৈতিক অঙ্গনে বহু প্রশ্নের জন্ম দিচ্ছে। হঠাৎ কেনই বা এই নাটক ?'
তাদের প্রশ্ন , বিগত সাড়ে পনেরটি বছর যারা জনগনের রক্ত চুষে খেয়েছে, হাজারো দুর্নীতি করে দেশের সম্পদ পাচার করেছে, আপনাদের উচিত তাদের বিরুদ্ধে তড়িৎ পদক্ষেপ নেওয়া। অথচ উল্টো যারা শত ব্যবসা বাণিজ্য সহ দমন পীড়নের শিকার হয়েছে তাঁর বিরুদ্ধে নির্বাচনের আগ মুহূর্তে এমন পদক্ষেপ দেশবাসীকে শত প্রশ্নে ভাবিয়ে তুলেছে।
আরও লিখেছেন, দেখুন, বিগত সাড়ে পনেরটি বছর তো বিএনপি কিংবা নাসের রহমান এমপি মন্ত্রী হয়ে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না।
নেতাকর্মীদের ভাষ্য,ওয়ান ইলেভেন থেকে তিনি জেল-জুলুম-নিপীড়নের শিকার হন আর হাসিনা ফ্যাসিস্টদের রক্ত চক্ষুকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েই বিএনপির রাজনীতি দাপুটে করেছেন। এমনকি তাকে এ মৌলভীবাজার জেলায় রাজপথে হত্যারও চেষ্ঠা করা হয়েছিল একাধিকবার ফ্যাসিট হাসিনার নির্দেশে। নিষিদ্ধ আওয়ামীলীগ,ছাত্রলীগ যুবলীগের হেলমেট বাহিনী আর চাপাতি সন্ত্রাসীরা রাজপথে তাঁর রক্ত ঝড়িয়েছে । ভুয়া নির্বাচনকালে তাকে হত্যার জন্য গাড়িতে হামলাসহ ভাঙচুর করে তান্ডব চালিয়েছে।
নেতাকর্মীরা লিখছেন, এ জেলায় এম নাসের রহমানই ছিলেন দোসরদের আতঙ্ক। বিগত ওয়ান ইলেভেন সরকারের সময়ও এই রকম মিথ্যা বানোয়াট মামলায় তথাকথিত দুদকের সাজানো নাটকে তৎকালীন সরকারের প্রত্যক্ষ নির্দেশে মৌলভী বাজারের আপামর গণমানুষের নেতা তথা বৃহত্তর সিলেটের প্রতিবাদী ও সাহসী নেতা জনাব এম নাসের রহমান প্রায় তিন বছর কারাবরণ করে ছিলেন। এরপর দীর্ঘসূত্র ১৭ বৎসর আওয়ামী ফ্যাসিজজম সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদী কন্ঠস্বর ছিলেন জনাব এম নাসের রহমান। সভা সমাবেশ পত্র-পত্রিকায় ফেসই বুক টুইটারে শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদী কন্ঠস্বর ছিলেন , আমাদের দলের কত জন নেতা এভাবে প্রতিবাদী ছিলেন আমাদের জানা নেই। গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া রাজপথে নেতাকর্মীদের সাহসের বাতিঘর বিএনপি পরিবারের কান্ডারী ।
ফেইসবুকে নেতাকর্মীদের বক্তব্য, রেজিম হাসিনার নিবর্তন মূলক কর্মকান্ডের বিরুদ্ধে তার ফেসবুকে কট্টর সমালোচকও ছিলেন তিনি। ছিলেন গনহত্যাকারী হাসিনার বিরোদ্ধে আন্দোলন সংগ্রামেরকালের মৌলভীবাজার জেলা বিএনপির কর্ণধার।
এমনকি হাসিনা ও তার দোসররা তাকে দমাতে তার বাগানবাড়িসহ বাহারমর্দানে ও ঢাকার বাসায় অনেক বার অভিযান চালায়। হয়রানী সহ মিথ্যা মামলা মোকদ্দমা করে। তিনি যদি সাড়ে সতেরবছর রাস্ট্রের ক্ষমতায় বসে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ আয় করতেন তাহলে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকার নিশ্চয়ই সবার আগেই ব্যবস্থা নিতো।
তাদের অভিমত, এখন জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাষ্ট্রের এতো এতো গুরুত্বপূর্ণ লুটেরাদের বিষয় রেখে বিএনপির এ নেতাকে নিয়ে হঠাৎ কেনোই বা দুদকের এই ভানুমতির খেল ? মিডিয়া ট্রায়াল,এর মাজেজাটাই কী? ব্যক্তিগত ভাবে স্পষ্টবাদী এম নাসের রহমানের সাথে অনেকেরই রাজনৈতিক প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে কিন্তু মনে রাখতে হবে এম নাসের রহমান আমাদের সকলের প্রাণের চেয়ে প্রিয় দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সাবেক এমপি এবং মৌলভীবাজার তথা সিলেট বাসীর জাতীয়তাবাদী শক্তির নিবেদিত প্রাণ ও বিএনপি পরিবারের অন্যতম একজন কান্ডারী ও সাহসের অনুপ্রেরণার বাতিঘর। নির্বাচনের ডামাডোলের প্রাক্কালে দুদকের এমন পদক্ষেপ জনমনে ধারনা হচ্ছে,এখানে নাসের রহমান বিষয় নয় বিষয় হচ্ছে বিএনপি। ফ্যাসিস্ট শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের তদন্তের দিনে হাই প্রোপাইল বিএনপি নেতা নাসের রহমানের বিরুদ্ধে এমন তদন্ত কিসের আলামত বহন করে ? তাহলে কি দেশবাসী ধরে নিবে বিগত সাড়ে পনের বছরের শত জুলম নির্যাতনের শিকার হওয়া নির্যাতিত দলটির সাথে দেশের মানুষের রক্ত চোষা দলটিকে আপনারা একই পাল্লায় ওজন করতে চাচ্ছেন ?
দীর্ঘ সংগ্রাম আর লড়াইয়ে জুলাই ছাত্র জনতার গণ অভ্যূত্থানের ফসল ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ! ফ্যাসিস্ট হাসিনার শত জুলুম, দমন পীড়নের পর্যুদস্ত হওয়া সেই দলটিকে কিংবা দলের নেতাদের বিরুদ্ধে দুদকের আজকের দিনে এমন অবস্হান বাঁকা চোখে দেখতে প্রস্তুত নয়।
নেতাকর্মীরা লিখেছেন, দয়া করে আপনাদের উপর অর্পিত দায়িত্বকে যথাযথ অগ্রাধিকার দিন- জনমনে অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়ে অযথা এধরনের পদক্ষেপ টেনে এনে ফ্যাসিস্টদের লুটে নেওয়া লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা পাচারের ঘটনা জনতার হৃদয় থেকে মুছার ব্যর্থ চেষ্টা করবেন না।#
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত