নিউজ ডেস্ক :মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি এম নাসের রহমান এর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান রাজনৈতিক দুরভিসন্ধিমূলক বলে অবিহিত করেছেন মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম রিপন। তিনি সোমবার (১৬ জুন) মৌলভীবাজার নিউজের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন।
আব্দুল রহিম রিপন বলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র। রাজনৈতিক অঙ্গনে যার রয়েছে দীর্ঘ সুনাম ও উজ্জ্বল ভাবমূর্তি। ওয়ান ইলেভেনের সময় মইনউদ্দিন- ফখরুদ্দীন সরকার জনাব নাসের রহমানকে গ্রেফতার করে অনেক অত্যাচার নির্যাতন করেও তার বিরুদ্ধে কোনো অনিয়ম দুর্নীতির তথ্য পায়নি।
মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সহ সভাপতি আব্দুর রহিম রিপন চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতি দমন কমিশন দুদকে এখনো আওয়ামী লীগের অনেক দোসর রয়েছে। যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি এবং জনাব এম নাসের রহমানকে বিতর্কিত করার জন্য ২০১৬-১৭ সালের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দায়ের করা একটি অভিযোগ তদন্তের নামে আজ জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অচিরেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সত্য উদঘাটিত হবে।
<span;>