কুলাউড়া প্রতিনিধি : হাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের পলাতক ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স এর শ্বশুড়ের দখলে থাকা একটি সরকারি পুকুর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার( ভুমি) কুলাউড়া জহুরুল হোসেন এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ পুকুর উদ্ধার করা হয়েছে এমন সাইনবোর্ড টানিয়ে দেওয়া হলেও ওই পুকুরের পাড় সহ অনেক জমি স্থানীয় দখদারদের নিয়ন্ত্রণে রয়ে গেছে।
সহকারী কমিশনার ভুমি জহুরুল হোসেন ও স্থানীয় সুত্র জানায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ৫১ শতকের একটি সরকারি পুকুর ( মৌজা -চান্দগাঁও এসএ দাগ নং ১৪৪২ ও ১৪৪৪, আরএস দাগ নং ৬৩৭ জমির শ্রেণি পুকুর, জমির পরিমাণ ০.৫১ শতক) রয়েছে। পীরেরবাজারে হাটবাজার করতে আসা লোকজন এটি ভোগ ব্যবহার করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পলাতক ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স এর শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সেটি নিজের দখলে নেন।পরে টাকার বিনিময়ে একটি গ্রুপকে উপ-দখল দেন। তারা দীর্ঘদিন ধরে পুকুরটি ভোগদখল করে আসছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এটি দখলমুক্ত করা হয়।
এব্যাপারে যোগাযোগ করলে ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স এর শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বলেন, 'পীরেরবাজার পুকুর আমি অনেক আগে লিজ এনেছিলাম।এই লিজের মেয়াদ অনেকদিন আগে শেষ হয়ে যায়। বর্তমানে এটি কার দখলে আছে আমি তা জানি না'।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভুমি জহুরুল হোসেন 'মৌলভীবাজার নিউজ'কে বলেন এখন আমরা এক নম্বর খতিয়ানের ভুমি হিসেবে ৫১ শতকের ওই পুকুরট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক মৌলভীবাজার মালিক হিসেবে সাইনবোর্ড টানিয়ে এসেছি। এখন পুকুরট সরকারের রেজিস্ট্রিভুক্তকরণ হবে।পরবর্তীতে ইজারা দেওয়ার সময় সার্ভেয়ার সরজমিন গিয়ে ডিমার্গেশন করবে। সেখানে কারো দখলে রাখার সুযোগ থাকবে না।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত