নিউজ ডেস্ক :মৌলভীবাজারের বর্ষীয়ান রাজনীতিবিদ দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব আর নেই। বুধবার সন্ধ্যায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন( ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শহরের শাহ মোস্তফা রোডস্থ দেওয়ান মঞ্জিলের বাসিন্দা দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব জেলা জামায়েতের দীর্ঘদিন আমির ছিলেন।তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান।
নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন,"তাঁর সাথে আমাদের অনেকেরই দীর্ঘ স্মৃতি জড়িয়ে আছে। এমন একজন মানুষ যার মুখের দিকে তাকালেই অন্তরে প্রশান্তি অনুভব করা যেত। হাজারো মানুষকে নিজের প্রজ্ঞা, দরদ এবং ভালোবাসা দিয়ে মহান আল্লাহর দিকে আজীবন দাওয়াত দিয়ে গেছেন। ইক্বামাতে দ্বীনের একজন বলিষ্ঠ দায়িত্বশীল হিসেবে দুনিয়ার কোন কিছুর দিকে তিনি পিছনে ফিরে তাকাননি"।
"আল্লাহ রাব্বুল আলামীন শ্রদ্ধেয় প্রিয় মতলিব ভাইয়ের ওপর রহম করুন, গুনাহখাতা ক্ষমা করুন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। বাকি সফরে আল্লাহ তা'য়ালা রহমতের ফেরেশতাদেরকে তাঁরসঙ্গী বানিয়ে দিন এবং সর্বোপরি প্রিয় মতলিব ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন"।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত