কুলাউড়া প্রতিনিধি :বিএনপির ঘাটি হিসেবে পরিচিত শরীফপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ২৬ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। বুধবার ছিলো মনোনয়ন সংগ্রহ ও জমার শেষ দিন।কিন্তু ভোটার তালিকায় সুক্ষ্ম ও সুপরিকল্পিত অনিয়মেষ অভিযোগ তুলে মনোনয়ন সংগ্রহ করেননি দীর্ঘ দিনের ত্যাগী বিএনপি নেতা সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী সামছুল হক মাস্টার। এদিকে ভোটার তালিকা সংশোধন এবং উক্ত ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত সমন্বয়কের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বুধবার দুপুরে ইউনিয়নের চাতলাঘাটে বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী এক প্রতিবাদ সভা করেন। সভায় অনতিবিলম্বে সুষ্ঠু ভোটার তালিকার দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা । এ নিয়ে এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও চরম উত্তেজনা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে সভাপতি প্রার্থী সামছুল হক কনা মাস্টার মৌলভীবাজার নিউজকে বলেন, কুলাউড়া উপজেলার মধ্যে শরীফপুর ইউনিয়ন বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। আমরা ৩৫-৪০ বছর নেতৃত্ব দিয়ে ঘরে ঘরে গিয়ে বিএনপিকে একক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করেছি।কিন্তু দলকে বিভক্ত করে আমাদের রাজনীতি থেকে মাইনাস করার জন্য ক্ষুদ্র একটা গ্রুপ নানা ষড়যন্ত্রে লিপ্ত। আর কুলাউড়া থেকে দেওয়া সমন্বয়কারী নিজেদের স্বার্থ হাসিলের জন্য এতে ইন্ধন দিচ্ছেন।
সভাপতি প্রার্থী সামছুল হক কনা মাস্টার বলেন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো সম্মেলন হতে পারে না।আমরা বিষয়টি উপজেলা বিএনপিকে অবহিত করেছি।
উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান এ বিষয়ে বলেন আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।