ময়নুল হক পবন, কুলাউড়া :
কুলাউড়ায় উপজেলার কর্মধা ইউনিয়নে রাংগিছড়া বাজারের অর্ধ কোটি টাকা মূল্যের জমি জবর দখল করে গাড়ির গ্যারেজ নির্মান করেছেন এক আওয়ামীলীগ নেতা। আওয়ামী লীগ সরকারের পতনের পরও এধরণের ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই জমি উদ্বারের জন্য সহকারী কমিশনার ভুমি কুলাউড়া বরাবর লিখিত অভিযোগ করেছেন বাজারের বর্তমান ইজারাদার মো: রাহেল মিয়া।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে অর্থাৎ ২০১ সালেকর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের গনশিক্ষা বিষয়ক সম্পাদক শেখ রুহেল বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে অর্থাৎ ২০১৯সালে রাংগিছড়া বাজারের সরকারি ৪ শতক জমি জবর দখল করে পাকাঘর নির্মান করে কিছুদিন কেজি স্কুল পরিচালনা করেন। পরে কেজি স্কুল বন্ধ করে তাঁর ব্যবহৃত প্রাইভেট কার রাখার গ্যারেজ হিসাবে ব্যবহার করে আসছেন। উক্ত জমির বাজার মুল্য প্রায় অর্ধকোটি টাকা।
এব্যাপারে বাজারের বর্তমান ইজারাদার মো:রাহেল মিয়া বলেন, তিনি রাংগিছড়া বাজারটি বিগত ১ লা বৈশাখ হতে সরকারের নিকট থেকে ইজারা নেন। ইজারা নেওয়ার পর দেখা যায়,বাজারের গুরুত্বপূর্ন ৪ শতক জায়গার উপর শেখ রুহেল পাকা ঘর নির্মান করে গাড়ির গ্যারেজ প্রতিষ্টা করে বাজারের ব্যবসায়িক কর্মকান্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আমি এসিল্যান্ড মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি। বাজারের জায়গা উদ্বার করে ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছি।
এব্যাপারে শেখ রুহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বাসার সামনের জায়গাটিতে আমি স্কুল প্রতিষ্টা করেছি। কোন গ্যারেজ বানাইনি। আর একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, ‘এ বিষয়ে বাজারের বর্তমান ইজারাদার একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করব। ’
ছবি ক্যাপশন: রাংগিছড়া সরকারী বাজারের জায়গায় অবৈধভাবে গাড়ির গ্যারেজ নির্মান করে জায়গা জবর দখলে রেখেছেন আওয়ামীলীগ নেতা।##
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত