কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়ায় এক প্রবাসীর উদ্যোগে সৌরবিদ্যুতের সড়ক বাতি স্থাপন করা হয়েছে। তিনি হলেন ফ্রান্স প্রবাসী ইঞ্জিনিয়ার আহমেদ বাবুল। উপজেলার জয়চন্ডী ইউনিয়নের সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আব্দুল খালিকের ছেলে। ইঞ্জিনিয়ার আহমদ বাবুলের অর্থায়নে কামারকান্দি ও দক্ষিণ গিয়াসনগর এলাকার কবরস্থানে এবং গাজিপুর-বিজয়া প্রধান সড়কে এসব সোলার লাইট স্থাপন করা হয়েছে।শনিবার (২১ জুন) দুপুরে এই সোলার লাইটের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু।
প্রথম অবস্থায় কবরস্থান ও প্রধান সড়কে ৫টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। পরবর্তীতে মেরিনা সাইনবোর্ড থেকে বিজয়াবাজার পর্যন্ত সড়কে সোলার লাইট স্থাপন করা হবে বলে জানান খালিক মেম্বার। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।
স্থানীয়রা জানান, রাতের বেলা এই সড়কে চলাচলে মানুষকে নানাবিধ সমস্যায় পড়তে হয়। অন্ধকার থাকায় একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এছাড়াও পাশে রয়েছে দুই গ্রামের বিশাল কবরস্থান, রাতের বেলায় কোন জানাযায় বিড়ম্বনায় পড়তে হয়। এই লাইট স্থাপনের ফলে সেটিও এখন দুর হবে।
জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহিতুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান ইমরান, বর্তমান আহ্বায়ক আব্দুল গাফ্ফার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো: রাসেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বদরুল ইসলাম ও শাহীন আহমদ প্রমুখ।