বিশেষ প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মৌলভীবাজারের বড়লেখার একটি ভোটকেন্দ্রে হামলা, ব্যালট ছিনতাই, জাল ভোট প্রদান এবং ধানের শীষের এজেন্ট ও সমর্থকদের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাতে বড়লেখা থানায় মামলাটি করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ। মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক পরিবেশমন্ত্রীর এপিএস কবির আহমদ,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ, জেলা যুবলীগের সদস্য সালেহ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবুল আহমদ, হামলার অর্থ দাতা সাইদুল ইসলাম, যুবলীগ নেতা মস্তফা উদ্দিন বাদল, মিজানুর রহমান টিটু, সাইফুল ইসলাম, আউয়াল আহমদ, জামাল উদ্দিন, ফখরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান।
এ ব্যাপারে জানতে চাইলে বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব রহমান সত্যতা নিশ্চিত করে বলেন লিখিত অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ধারায় মামলাটি ( নাং ১২ তাং ২০/০৬/২০২৫ ইং) রেকর্ড করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।