কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় এবার দুই বছরের শিশু কন্যা সহ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ২১ জুন শনিবার দুপুর ২টার দিকে স্বামীর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ দুইজন হলেন কুলাউড়া উপজেলার উত্তর কৌলা গ্রামের মোছাঃ আকলিমা বেগম (২২) এবং তার মেয়ে মরিয়ম আক্তার তানিশা (২)। আকলিমা বেগমের পিতার নাম মুছন আলী এবং স্বামী রেজান আহমদ।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আকলিমা বেগম তার স্বামীর বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সঙ্গে ছিল তার ছোট মেয়ে তানিশা। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।
নিখোঁজ আকলিমা বেগমের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, নিখোঁজের সময় তার পরনে ছিল কালো বোরকা। তার মেয়ে মরিয়ম আক্তার তানিশার গায়ের রংও ফর্সা, উচ্চতা আনুমানিক ৩ ফুট ৩ ইঞ্চি এবং পরনে ছিল লাল ফ্রক ও সাদা পায়জামা।
এ ঘটনায় আকলিমার বাবা কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
যদি কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:
০১৭৫৪৬৭১৪৩৯ (মুছন মিয়া)
০১৭৪৯২৬৭৪৯৮ (তুরাই মিয়া)।