কুলাউড়া প্রতিনিধি :
বর্হিবিশ^ জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া পরিষদ যুক্তরাজ্যের উপদেষ্টা অধ্যাপক কমর উদ্দিন জামালের উদ্যোগে কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের ১শ ১২ জন হতদরিদ্র মানুষকে নগদ অর্থ বিতরন করা হয়েছে। সোমবার (২৩ জুন)দুপুরে জয়চন্ডি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শওকতুল ইসলাম শকু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল,জয়চন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা কমর উদ্দিন আহমদ কমরু,বিএনপি নেতা মঈনুল হক বকুল।
জয়চন্ডি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যের সভাপতিত্বে ও জয়চন্ডি ইউনিয়ন বিএনপি নেতা মোহিতুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমরান আহমদ,প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন,সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন প্রমুখ।
পরে অন্য জয়চন্ডি ইউনিয়নের রংগিলকুল ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে অধ্যাপক কমর উদ্দিন জামালকে সংবর্ধনা প্রদান করা হয়। এবং মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ অনুদান প্রদান করেন। এছাড়াও অধ্যাপক কমর উদ্দিন জামালের অর্থায়নে পূর্ব কামারকান্দি গ্রামে হযরত আবু বকর(র:) এর নামে একটি মসজিদের উদ্বোধন করা হয়। বাদ জোহর মসজিদের ভিতরে এ উপলক্ষে এক মিলাদ ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
এদিকে গত ২দিন পূর্বে প্রেসক্লাব,কুলাউড়ার সকল সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। মতবিনিময়কালে অধ্যাপক কমর উদ্দিন জামাল বলেন, তিনি কোন কিছু পাওয়ার আশায় নয়,আল্লাহর সন্তুষ্টির জন্য তার সম্পদের একটি অংশ গরীব দু:খী মানুষের কল্যানে বিলিয়ে দিচ্ছেন। তিনি জানান, গত এক সপ্তাহে তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্টানে অনুদান প্রদানসহ কুলাউড়ার নানা বিপদগ্রস্থ মানুষকে সাহায্য করেছেন । এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অধ্যাপক কমর উদ্দিন জামাল কুলাউড়া উপজেলার কামারকান্দি গ্রামের সন্তান। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্টাকালীন প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। পরে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। তিনি বড়লেখা ডিগ্রী কলেজের অধ্যাপক হিসাবে থাকাবস্থায় লন্ডনে চলে যান এবং সেখানে একজন সফল ব্যবসায়ী হিসাবে সুপ্রতিষ্টিত। তিনি বর্তমানে বর্হিবিশ^ জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জিয়া পরিষদ যুক্তরাজ্যের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন।
এক প্রতিক্রিয়ায় অধ্যাপক কমর উদ্দিন বলেন, তাঁর বাবা মার নামে প্রতিষ্টিত রহমান রহিমুন্নেছা ফাউন্ডেশনের নামে বিভিন্ন মসজিদ,ঈদগাও,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্টান,অসুস্থ রোগী,গরীব অসহায় শিক্ষার্থীর জন্য ২০১১ সাল থেকে ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগীতা করে আসছেন। এ ধারা অব্যাহত থাকবে।