ইছমত আলী, দুবাই প্রতিনিধি :- বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির বাংলাদেশ থেকে সম্প্রচারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।
দিনটি উদযাপন উপলক্ষে সিআইপি এবং বিশিষ্ট ব্যবসায়ী সংবর্ধনার আয়োজন করে "বাংলা টিভি" দুবাই ও উত্তর আমিরাত দর্শক ফোরাম।
গত বৃহস্পতিবার (১৯জুন) আমিরাতের আজমানের চার তারকা হোটেল "ব্ল্যাক রামাদার ম্যাজেস্টিক বলরুমে" জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন "বাংলা টিভির" বাংলাদেশ থেকে সম্প্রচারের নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এই উপলক্ষে সিআইপি এবং বিশিষ্ট ব্যবসায়ী সংবর্ধনার আয়োজন করে "বাংলা টিভি দুবাই ও উত্তর আমিরাত দর্শক ফোরাম। জান্নাতুল ফেরদৌস সিদ্দিকী ও মাহাবুব হাসান হৃদয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন "বাংলা টিভির" দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি।
বাংলা টিভি দুবাই ও উত্তর আমিরাত দর্শক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ের নেফলেক্স গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান এ কে আজাদ সিআইপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী আমিরাতি ব্যবসায়ী, বু আবদুল্লাহ গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান হিজ এক্সিলেন্সি 'ডক্টর বু আব্দুল্লাহ', গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আজমান রয়েল ফ্যামিলির সদস্য হিজ এক্সিলেন্সি 'মুহাম্মদ সাঈদ আল নোয়াইমি'।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড সোমালিয়া ২০২৫ মিস জায়নাব জামা, বলিউড এক্ট্রেস মিস আয়রা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই ও উওর আমিরাতের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, দুবাইয়ের আলম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান 'আলম রাজা মিয়া সিআইপি, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের জেনারেল সেক্রেটারি নেসার রেজা খান, আজমানের নুর আল মদিনা রিয়েল এস্টেটের চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ইউ এ ই এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম খান, আল বাদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ নাজিম সিআইপি, আল ইয়ারমুক গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল কুদ্দুস, আরাদ গ্রুপ অফ কোম্পানি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলিম উদ্দিন, এমএমসি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোঃ শাহজাহান।
বক্তব্য রাখেন আজমান কমিউনিটি নেতা হাজী আব্দুল করিম সিআইপি, বদরুল চৌধুরী সিআইপি, কমিউনিটি নেতা ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপু, কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, কমিউনিটি নেতা সিকদার সাফায়েত উল্লা, মোর্শেদ কাদের মুন্না সহ আরো অনেকে।
আরো উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের key অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, কমিউনিটি নেতা আহামেদ জাহাঙ্গীর, কমিউনিটি নেতা মোঃ আজিম, ইমাম হোসেন পারভেজ, আব্দুল লতিফ, নজরুল ইসলাম লিটন তালুকদার, হারুনুর রশিদ রঙ্গু সহ আরো অনেকে।
এছাড়াও ২০২৫ অর্থবছরে নির্বাচিত সিআইপিগণ, বাংলা টিভির বিশেষ আয়োজন "দুবাইয়ের গল্পে" অংশগ্রহণকারী ব্যবসায়ী বৃন্দ, সংবাদ মাধ্যম কর্মী এবং মহিলা সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা সহ প্রায় দুই শতাধিক কমিউনিটি ব্যক্তিত্ব ও তাদের পরিবার বর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথি, সিআইপি এবং বিশিষ্ট ব্যবসায়ীদের বাংলাদেশের স্মৃতিসৌধ ও পতাকার আদলে তৈরি বিশেষ সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।
শেষে কেক কাটা, নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত