বিশেষ প্রতিনিধি :মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভোটের তারিখ এখনো নির্ধারিত না হলেও, সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠছেন। এর আগে ৪ প্রার্থীর নাম শোনা গেলেও কুলাউড়ায় বিএনপির প্রার্থী তালিকায় যোগ হয়েছে আরও একটি নতুন নাম। আমেরিকা প্রবাসী বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা সৈয়দ জুবায়ের আলী। এ নিয়ে মৌলভীবাজার – কুলাউড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ জন।
ইতিপূর্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রদল নেতা সিদ্দিক হোসাইন রুবেল’র নাম শোনা গেলেও গত কদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ জুবায়ের আলীকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ সৈয়দ বাড়ী নিবাসী সৈয়দ জুবায়ের আলীর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক ক্যারিয়ার। পিতা মরহুম মাওলানা শাহ সৈয়দ রাসিদ আলী (রহ.)র নামে সৈয়দ রাশীদ ফাউন্ডেশন গঠন করে এর মাধ্যমে এতিম অসয়ায় মানুষের জন্য দীর্ঘ দুইযুগ ধরে কাজ করে চলেছেন। দক্ষিণাঞ্চলে এই ফাউন্ডেশনের কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়ে আসছে।আর ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি সুপরিচিত। পাশাপাশি নিউ জার্সি স্টেট, নর্থ ইউএসএ-এর সভাপতি এবং বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম, কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
তিনি এর আগে কুলাউড়া উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য, সাবেক সভাপতি, কুলাউড়া উপজেলা ছাত্রদল ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন।
প্রবাসে তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউজার্সির উপদেষ্টা ছিলেন। পাশাপাশি মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ও নিউজার্সিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি বর্তমানে শাহজালাল লতিফিয়া ইসলামিক সেন্টার, নিউজার্সির সভাপতির দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বহির্বিশ্বে সংগঠনের অভিজ্ঞতা, প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে দৃঢ় যোগাযোগ এবং কুলাউড়া উপজেলার প্রতি তার ভালোবাসা—এই তিনটি দিক সৈয়দ জুবায়ের আলীকে এই আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনায় আনছে।