কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় টিআর কর্মসূচির আওতায় বাস্তবায়িত বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ জুন) বিকালে জয়চন্ডী ইউনিয়নের উত্তর রংগীরকুল বায়তুল আমান জামে মসজিদে আসেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি জয়চন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর রংগীরকুল বায়তুল আমান জামে মসজিদে ২০২৪-২৫ অর্থ বছরের টিআর (৩য় পর্যায়) কর্মসূচির আওতায় মাটি ভরাট ও গার্ড ওয়াল নির্মাণের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন অফিস থেকেও কাজের নিয়মিত তদারকি করা হচ্ছিল।
সরেজমিনে এসব কাজের অগ্রগতি দেখার জন্য পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর রংগীরকুল বায়তুল আমান জামে মসজিদে পরিদর্শন করেন। এসময় কাজের অগ্রগতি দেখে প্রসংশা করেন এবং আরও টেকসইভাবে কাজ করার জন্য পরামর্শমূলক নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত