কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত হয়। গতকাল ২৫ জুন বুধবার দুপুরে উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মহি উদ্দিন।
অনুষ্টানে বক্তব্য রাখেন সিলেট বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো:আব্দুল আহাদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার উদ্দিন ভুইয়া ,ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির,প্রেসক্লাব,কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম,কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান হেলাল আহমদ,প্রেসকøাব,কুলাউড়ার সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন,ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক আতিকুর রহমান আখই,সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী ও খালেদ পারভেজ বখশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, পাহাড়ী এলাকা এবং সামাজিক বনায়নের গাছের মাথা কেটে এবং বণ্যপ্রানী নিধন করে পরিবেশের ক্ষতি করছে একটি চক্র। এবং যত্রতত্র পলিথিন এবং প্লাষ্টিকের ব্যবহারে পরিবেশের ক্ষতি হচ্ছে। সব বিষয়ে জনগনকে সচেতন করে পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপের আহবান জানানো হয় সভা থেকে।