1. bachchu.syl@gmail.com : মৌলভীবাজার নিউজ : মৌলভীবাজার নিউজ
  2. info@www.dailymoulvibazarnews.com : মৌলভীবাজার নিউজ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই জন আটক মৌলভীবাজার ট্যাংকলরি, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত তলিয়ে যাচ্ছে কাউয়াদিঘী হাওরের বোরোধান পানি নিষ্কাশনের দাবিতে কয়েক ইউনিয়নের কৃষকদের মানববন্ধন বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে জি কে গউস শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্ধিত সভা দল পুনর্গঠনে জেলা নেতাদের কঠোর বার্তা শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প দীর্ঘ ১১ দিন পর ব্যবসায়ী রুবেল হত্যার রহস্য উদঘাটিত ঘাতক গ্রেফতার গুম খুন হত্যা নির্যাতন করেও বিএনপির কোন নেতাকর্মীকে আওয়ামী লীগে ভিড়াতে পারেনি-জি কে গউছ বড়লেখায় বিএনপির কাউন্সিলরদের আস্থা পুরোনো নেতৃত্বে

কুলাউড়ায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে সুলতানা রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে
কুলাউড়া প্রতিনিধি : কর্মময় জীবন থেকে অবসরের মাধ্যমে দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা পেশার সমাপ্তি হলো শিক্ষক সুলতানা রহমানের। ১৯৮৬ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করা কর্মময় জীবনের ইতি টানলেন সহকর্মী, বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের হৃদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে। কুলাউড়া পৌরসভার আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রহমানের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে রবিবার (২৯ জুন) বিদ্যালয়ে নানা আয়োজন করা হয়। এসময় প্রিয় শিক্ষককে বিদায় দিতে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে হাজির হয় শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য। শিক্ষার্থী ও সহকর্মী সবাই অশ্রুসিক্ত। বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সকলের ভালোবাসায় সিক্ত বিদায় সংবর্ধনা শেষে ফুলেল সজ্জিত গাড়িতে প্রাক্তণ শিক্ষার্থী ও সহকর্মীরা বিদায়ী শিক্ষক সুলতানা রহমানকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বাড়ি পৌঁছে দেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূঁঞা। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী সহকারী শিক্ষক সুলতানা রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রাজিব মিয়া, কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সংবর্ধিত শিক্ষকের স্বামী মোঃ লুৎফুর রহমান, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, সাংবাদিক মাহফুজ শাকিল। এসময় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমি চক্রবর্তী, প্রাক্তণ শিক্ষার্থী সুজন আহমদ ও লিংকন তালুকদার। মানপত্র পাঠ করেন প্রাক্তণ শিক্ষার্থী তাইয়্যিবা সিদ্দিকা প্রেমি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুলতানা রহমান শুধু শিক্ষকই ছিলেন না। একজন যোগ্য অভিভাবকও ছিলেন। তাঁর সততা, মহত্ব ও কর্মকুশলতা আমাদের গর্বের বস্তু। স্কুল প্রতিষ্ঠার সময়কাল থেকে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়টি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তখন থেকেই এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকায় আদর্শ শিক্ষার্থী গড়ার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও রয়েছে অফুরন্ত সহযোগিতা।
বিদায়ী শিক্ষক সুলতানা রহমান বলেন, মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ৫৯ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছি। কিন্তু আমার দোয়া ও ভালোবাসা রেখে গেলাম। তোমরা শিক্ষার্থীরা ভালো করে লেখাপড়া কর। তোমরা নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। তোমরা আমাকে যেভাবে সম্মানের দিয়ে বিদায় দিয়েছ তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি সুযোগ পেলেই তোমাদের কাছে আসবো, তোমাদের লেখাপড়ার খোঁজ নিবো। দীর্ঘ কর্মময় জীবনে দায়িত্ব পালনে সহযোগিতা পাওয়া সকল সহকর্মী, প্রাক্তণ-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগকে কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক সুলতানা রহমানকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও  বিভিন্ন ধরণের উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষক সুলতানা রহমানের বাড়ি উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রামে।#

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট