জুড়ী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করলে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে এই দেশের জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল ততবারই দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। ইনশাআল্লাহ আগামীতেও তাই হবে। বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে একটি উন্নত এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুন:প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি সোমবার (৩০ জুন) মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে যুবদল নেতা কুয়েত প্রবাসী হাজী রফিক উদ্দিনের বাড়িতে ব্যক্তিগত সফরে এসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সাগরনাল ইউনিয়ন বিএনপি নেতা মুজাহিদ আহমেদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আলাল আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় মাহিদুর রহমান বলেন, বাংলাদেশ একসময় গণতান্ত্রিক রাষ্ট্র ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। পত্রপত্রিকার স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ষড়যন্ত্র মূলকভাবে তাঁকে হত্যা করা হলে দীর্ঘদিন পর রাজপথে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি আজীবন দেশের জন্য আর দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে চায়। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। একটি দেশে যখন নির্বাচন হয় না, তখন গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়। আওয়ামী লীগের নেতৃত্বে এদেশে বারবার গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে। এই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য একমাত্র বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাজার হাজার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, দলের অনেক নেতাকর্মীরা খুন হয়েছেন, গুম হয়েছেন। লাখ লাখ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে বিগত পতিত সরকার হয়রানি করেছে।
মাহিদুর রহমান আরও বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য রাজপথে আন্দোলন করেছে। আমরা চাই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। বিগত ১৭ বছর বিএনপি যে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে
সেই নির্বাচনই বিএনপি দেখতে চায়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাবে।
মতবিনিময় সভার আয়োজক মাহিদুর রহমান সমর্থক গোষ্ঠীর অন্যতম পরিচালক যুবদল নেতা
হাজী রফিক উদ্দিন বলেন, আজকে এখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমানের উপস্থিতি আমাকে খুবই আনন্দিত করেছে। একটা সময় ছিল আমরা ২-৪ জন মানুষ এক জায়গায় জড়ো হতে পারতাম না। আজ এখানে আমরা একসাথে অনেক মানুষ জড়ো হতে পেরে খুবই আনন্দিত। তিনি মাহিদুর রহমানের রাজনৈতিক সফলতা কামনা করে এই প্রত্যন্ত এলাকায় উপস্থিত হওয়ার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মতবিনিময় সভায় জেলা যুবদল, ছাত্রদল, এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্নস্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মৌলভীবাজার ফেরার পথে মাহিদুর রহমান জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমেদ রাসেলের বাড়ীতে যান এবং পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে জিয়ারত করেন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত