কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোহিতুর রহমান চৌধুরী রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৪ জুলাই) ৪নং জয়চন্ডী ইউনিয়ন বিএনপির উদ্যোগে উত্তর কুলাউড়া মোস্তফা কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়চন্ডী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহিতুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সদস্য ও জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, সদস্য রুমেল খান, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল গাফ্ফার চৌধুরী, জয়চন্ডী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালিক, জয়চন্ডী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল করিম কালা।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদ, ইউপি সদস্য আলিম আহমদ, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদ সুহেল আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আতাউর রহমান দুদু, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদ আলমাছ আহমদ প্রমুখ।
এসময় জয়চন্ডী ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক, সাংগঠনিকসহ প্রায় ৩ শতাধিক সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোহিতুর রহমান চৌধুরী রিপনের হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন। এছাড়াও অতিথিসহ নব নির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে সকলে মিলে একসাথে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।