কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, কুলাউড়া পৌর শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসনে কাজ করবে জেলা প্রশাসন। ব্যবসায়ীরা যে সব যৌক্তিক দাবি জানিয়েছেন-তা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটি স্থায়ী অফিস স্থাপন, পৌর শহরের উত্তরবাজার ও দক্ষিণবাজারে হাটবাজারের দ্বিতীয় তলা ভবন নির্মাণ ও বাজারের ভেতর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেওয়া হবে।কুলাউড়া শহরের যানজট নিরসনে প্রধান সড়ক প্রশস্তকরণ ও বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করার বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, ব্যবসায়ী কর্তৃক বাজারে মজুদদারি ও কালোবাজারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তিনি সবাইকে বেশি করে গাছ লাগিয়ে মৌলভীবাজারকে ‘গ্রীন মৌলভীবাজার’ হিসেবে গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।
ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূঞা, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, জামায়াতের সাবেক আমির প্রভাষক হামিদ খান এবং কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও ডা. কুতুব উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ বদরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গৌছ মিয়া, ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ সুমন। এ সময় রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রায় দুই সহস্রাধিক ব্যবসায়ীসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।