নিউজ ডেস্ক :বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মৌলভীবাজার জেলা শাখা 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি' উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করেছে।
সোমবার (৮ জুলাই) সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন ড্যাবের জেলা সদস্য সচিব ডা. মো. আব্দুল হাদি শাহীন। সঞ্চালনায় ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ও হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মামনুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ডা. সোহেল রানা, ডা. নাজিম হোসেন চৌধুরী, ডা. সাদেকুল আলম পিয়াস, ডা. মৌমিতা জামান খান, ডা. মোকাম্মেল হক, ডা. শাহারিয়ার, ডা. সব্যসাচী, ডা. রাজীব দত্ত, এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন,
“ড্যাবের এই মানবিক কর্মসূচি শুধু রোগীদের উপকারে আসবে না, এটি আমাদের দলের আদর্শ ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। চিকিৎসকদের এ ভূমিকা প্রমাণ করে, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে।"
তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতীকে পরিণত হয়েছে। সেই ইতিহাস স্মরণ করে চিকিৎসকদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
দিনব্যাপী এ কর্মসূচিতে চিকিৎসক, কর্মচারী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ হয়ে উঠে প্রাণবন্ত।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত