1. bachchu.syl@gmail.com : মৌলভীবাজার নিউজ : মৌলভীবাজার নিউজ
  2. info@www.dailymoulvibazarnews.com : মৌলভীবাজার নিউজ :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধন সোসাইটি হাজীপুরের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ :১৫ দিনের সময় নিলো রেল কর্তৃপক্ষ শ্রীমঙ্গলে শ্মশানঘাটে ১৪ ফুট লম্বা অজগর কুলাউড়ায় ২শ ১৫ টি মান্ডবে নির্বিঘ্নে পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ কুলাউড়া সিএনজি অটোরিকশাসহ চালক নিখোঁজ সাবেক এমপি নাসের রহমানের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশে ৭ দিনের ব্যবদানে আবার মৃদু ভূমিকম্প কুলাউড়ার সাবেক এমপি নবাব আলী আব্বাস খানের ৭ দিনের আল্টিমেটাম : ৮ দফা দাবি না মানলে ২৭ সেপ্টেম্বর রেলপথ অবরোধ মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন অলিউর সভাপতি মনোয়ার সম্পাদক নির্বাচিত মৌলভীবাজারের শ্রেষ্ঠ গুণী শিক্ষক কুলাউড়ার হালেমা আক্তার 

কানিহাটি উচ্চ বিদ্যালয়ে গুনী শিক্ষক সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র দুই শিক্ষক আব্দুর রকিব ও চিন্ময় দে-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমান ও সাবেক হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃহস্পতিবার দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়। আবেগাপ্লুত হয়ে যান উপস্থিত ব্যক্তিগণ। একই বিদ্যালয়ে ৫ বছর শিক্ষাজীবন, পরবর্তীতে তিন-চার দশকের শিক্ষকতা জীবন এবং বিদায় অনুষ্ঠানে সেই বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপস্থিতিতে বিদায় অনুষ্ঠান সে এক অন্যরকম প্রাপ্তি বলে অভিব্যক্তি প্রকাশ করেন সংবর্ধিতরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অফিস সহকারী নির্মল কান্তি পাল, দপ্তরী করম আলীকেও অবসরজনিত বিদায় জানানো হয়।

কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষায় অবকাঠামো সমস্যা কমে গেছে। তবে মানসম্মত ফলাফল আমরা পাচ্ছিনা। আগামীতে আরো আন্তরিক হয়ে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন একটি ভালো প্রতিষ্ঠান হাজারো ইউএনও- ডিসি তৈরি করতে পারবে। কিন্তু ইউএনও- ডিসিরা হাজারো প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন না।

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
মোবাইল আসক্তি কমিয়ে অধিক মনোযোগী হয়ে পড়াশোনা করে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাহলে চাকরি পাওয়া সহজ হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি ক্লাসে অন্তত ৫ মিনিট পড়ানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল আহমদ এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ খুরশীদ উল্লাহ, মৌলভীবাজার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার এখলাছুর রহমান, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, পতনউষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেশ রুদ্র পাল।
আরও বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীর মধ্যে ছয়ফুল আলম সাইফুল, মাজহারুল ইসলাম মামুন, নিখিল চন্দ্র মল্লিক, আব্দুল মালিক চৌধুরী শামীম, জহিরুল ইসলাম, হারুন মিয়া, জনক লাল দেশোয়ারা, তুহেল চৌধুরী প্রমূখ। বর্তমান শিক্ষার্থী সানারাত নওশীন, ঐশী চুনাক। সংবর্ধিতদের প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট