নিউজ ডেস্ক :দেশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মৌলভীবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কের ঈদগাহ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম এ মোহিত।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তিনি বলেন, “সারাদেশে গুপ্ত বাহিনী ও খুনী হাসিনার দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা পরিকল্পিত। অথচ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম নীরব। এ নীরবতা রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি মাড়িয়ে এ জাতির আত্মমর্যাদায় আঘাত হানা হয়েছে। শহীদ জিয়ার আদর্শই এ দেশের বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি। তাঁর উত্তরসূরি তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার ও অশালীন অপপ্রচার চলছে তা এক ভয়াবহ ষড়যন্ত্রের অংশ। যারা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে এই অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বলেন,“যারা শহীদ জিয়াউর রহমানের ছবি মাড়িয়ে এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা এ জাতির চিরাচরিত মূল্যবোধে আঘাত হানছে। এদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে, এবং রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।”
তিনি আরও বলেন,“যুবদল দেশের প্রতিটি উপজেলায়, ওয়ার্ডে, ইউনিয়নে সজাগ ও সংগঠিত। আমরা আর নিশ্চুপ থাকবো না। যারা অরাজকতা ও অপপ্রচার চালিয়ে দেশের স্থিতিশীলতা ধ্বংস করতে চায়, তাদের রুখে দিতে যুবদল সদা প্রস্তুত।
প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মৌলভীবাজার জেলা যুবদল সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, মব সৃষ্টির নামে রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা এবার আর সহ্য করা হবে না। শহরের তরুণদের অংশগ্রহণে এ বিক্ষোভ ছিল শক্তি ও সংগঠনের এক সুস্পষ্ট বহিঃপ্রকাশ।
নেতারা ইঙ্গিত দেন, সারাদেশের যুবদল এখন সংগঠিত, প্রস্তুত, এবং নেতৃত্বের নির্দেশেই রাজপথে হবে চূড়ান্ত জবাব।
বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন উপজেলার ও পৌর ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন #
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত