বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে আবারও ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। সোমবার থেকে প্রতি ঘন্টায় চলছে বিদ্যুতের যাওয়া আসা। ভ্যাসপা গরমে হাফিয়ে উঠছেন শহরের মানুষ। শিশু এবং অসুস্থ লোকজনের ভোগান্তির শেষ নেই।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত শহরের অধিকাংশ এলাকা অন্ধকারে রয়েছে।
শহরের সুলতানপুর, কাজিরগাঁও, দরগা মহল্লা লেইকরোড আরাবাগ সহ স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন হয় আবার ঘন্টায় ঘন্টায় লোডশেডিং শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী( বিক্রয় ও বিতরণ) ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ সাব্বির সত্যতা নিশ্চিত করে জানান, মৌলভীবাজার শহরে পিডিবির ৩২ হাজার গ্রাহকের জন্য চাহিদা রয়েছে ১২ – ২০ মেঘাওয়াট বিদ্যুৎ। আমাদের সোর্স লাইন ফেঞ্চুগঞ্জ ও শ্রীমঙ্গল। কিন্তু শ্রীমঙ্গল গ্রিড থেকে ৩-৪ মেগাওয়াট এর বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।ফলে বাধ্য হয়ে লোডশেডিং করা হচ্ছে।