নিউজ ডেস্ক :হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন (অব.) সাজ্জাদুর রহমান।মঙ্গলবার (২২ জুলাই) শমসেরনগর শিংরাউলী ইলেভেন স্টার ক্লাব মাঠে রাষ্ট্রীয় মর্যাদা, ফুলেল শুভেচ্ছা, আত্মীয়-স্বজন ও হাজারো শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে জানাজার নামাজের মাধ্যমে চিরনিদ্রায় শায়িত হলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।
ক্যাপটেন (অব.) সাজ্জাদুর রহমান ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব।
তিনি শনিবার রাত ৮টা ১০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন (অব.) সাজ্জাদুর রহমান- এর জানাজার নামাজে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিএনপি মৌলভীবাজার
বিএনপি মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির অন্যতম নেতা, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু,
জেলা বিএনপির আহবায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি নেতা নবাব আলী আব্বাস, মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির অন্যতম নেতা, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শামীম সহ মৌলভীবাজার জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কমলগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান।