নিজস্ব প্রতিবেদক
বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখাবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন। বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছিলেন ফয়জুল করিম ময়ূন। এসময় তিনি আকস্মিক অসুস্থতাবোধ করেন। এসময় দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে অডিটোরিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয়।দলীয় নেতাকর্মীরা জানান,বর্তমানে তিনি শহরের নিজ বাসায় অবস্থান করছেন এবং বিশ্রামে আছেন।
উল্লেখ্য জনাব ফয়জুল করিম ময়ূন এর আগে কয়েকবার হার্ট এটাক করেছিলেন। তার করোনারিতে কয়েকটি রিং লাগানো রয়েছে।এর আগে বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল কবির রিজভী বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা রশিদুজ্জান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, শ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান সহ জেলা এবং বিভিন্ন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত