বিশেষ প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বিচারপতি খায়রুল হক দেশের বিচারব্যবস্থা ধ্বংস করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল কাটিয়েছেন। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়াম জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এডভোকেট রিজভী বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকা একটি মহল দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। তারা নিজেদের লোক দিয়ে ৪-৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকা দরকার এমন প্রচারনা চালায়। কিন্তু এভাবে চলতে থাকলে পুরো শাসনব্যবস্থা ভেঙ্গে পড়বে। মব কালচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জান মিল্লাত।
তিনি বলেন, বিএনপির কোটি কোটি সমর্থক রয়েছেন। এবছর আমরা এক কোটি সদস্য সংগ্রহ এবং নবায়ন করবো।
বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সম্মেলন গোপন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবো।জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত সভায় এছাড়া বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়ালী সিদ্দিকী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাহ উর রহমান, এডভোকেট আবেদ রাজা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী,সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামালসহ জেলার ৭ উপজেলা এবং ৫ টি পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত