স্টাফ রিপোর্টার :জাতীয় নাগরিক পার্টি( এনসিপি)' র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। আমাদের অনেক দাবিদাওয়া ছিলো। একটি মহল শুধু নির্বাচন নির্বাচন করে এটাকে একমাত্র দাবি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। কিন্তু বাংলাদেশের মানুষ নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন মানবে না।আমাদের একটা নতুন সংবিধান লাগবে। যে সংবিধানে ১৯৪৭ এর আজাদী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্বীকৃতি সহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল জাতিধর্মসহ সকল মানুষের অধিকারের কথা থাকবে। কিন্তু কিছু রাজনৈতিক শক্তি নতুন সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি আজ শনিবার দুপুরে মৌলভীবাজার শহরে জুলাই পদযাত্রা শেশে শহরের ফেরিরপাড়ে এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, চব্বিশের জুলাই আগস্ট অভুত্থ্যান ছিলো একটি শান্তিপূর্ণ আন্দোলন। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। কিন্তু শেখ হাসিনার পুলিশ সেদিন নির্বিচারে ছাত্রজনতার ওপর গুলি করে আমাদের লাঠি হাতে নিতে বাধ্য করেছিলো। আজ আবার হবিগঞ্জে পুলিশ হত্যার দায় আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
<span;> মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী,প্রীতম দাস,জুবায়ের প্রমুখ। ।
উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন প্রমুখ।
এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি বহর সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার শহরে এসে পৌছে। পরে শহীদ মিনার থেকে শুরু হয় জুলাই পদযাত্রা। বিপুল সংখ্যক ছাত্রজনতার অংশগ্রহণের মাধ্যমে শহরের বেরিরপাড় পয়েন্টে এসে শেষ হয়।সেখানে পথসভা শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি গাড়ি বহর শ্রীমঙ্গল শহরে যায়।সেখানে চা-শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় করেন এনসিপি নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত