নিউজ ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার অফিস ঢাকায় স্থাপন করে সমকামিতা ও ইসলামবিরোধী অপসংস্কৃতি প্রবর্তনের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই (শুক্রবার) বাদ আসর মৌলভীবাজার শহরের দেওয়ানী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি হযরত মাওলানা জামিল আহমদ আনসারী এবং সঞ্চালনা করেন জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক, শায়খুল হাদীস মুফতি আশরাফুল হক, জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসহাক, কুলাউড়া উপজেলা দক্ষিণের সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম,কমলগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন,
ছাত্র জমিয়ত মৌলভীবাজার সরকারি কলেজ শাখার আহবায়ক মাওলানা ফুযায়েল আহমদ, ছাত্র জমিয়ত কুলাউড়া উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হাফিজ আখতারুজ্জামান,
ছাত্র জমিয়ত জামেয়া রাহমানিয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান,
সদর থানা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা একসুরে বলেন, “এই অফিসের কার্যক্রম দেশের ধর্মীয়, পারিবারিক ও সামাজিক কাঠামো ধ্বংস করার ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। জনগণ তা কখনো মেনে নেবে না।” বক্তারা অবিলম্বে এই অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।