আবদুল আহাদ,কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে জামায়াতের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে এক আলোচনা সভা শেষে কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জামায়াত নেতা জাকির হোসাইন এর নাম ঘোষণা করা হয়। জাকির হোসেন বর্তমানে কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমিরের দায়িত্বে আছেন।
দলীয় সুত্রে জানা যায়, কুলাউড়া পৌর জামায়াতের আমীর রুহুল আমিন রইয়ব এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী।
আলোচনা শেষে উপস্থিত দায়িত্বশীলদের ঐক্যমতে আগামী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী জাকির হোসাইন এর নাম ঘোষনা করেন জেলা সেক্রেটারি ইয়ামীর আলী ।