কুলাউড়া প্রতিনিধি :দেশে ফিরে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন প্রবাসী বিএনপি নেতা ড. সাইফুল আলম চৌধুরী। বর্তমানে তিনি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সভাপতি। অতীতে ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। ড. সাইফুল আলম চৌধুরী কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের সন্তান । শনিবার বিকেলে সিলেট থেকে পারাবত ট্রেন যোগে তিনি নিজের জন্ম মাটি কুলাউড়ায় এসে পৌঁছেন। এসময় কুলাউড়া রেলওয়ে স্টেশনে উপজেলা বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে সংবর্ধনা দেয়।
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল আহমেদ জুনেদ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মুহিত বাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমেদ নিপার, পৌরসভা যুবদলের মোসা আহমেদ সুয়েট, কাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা মুক্তার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, উপজেলা ছাত্রদলের কাওসার আহমেদ বাপ্পু, মাসুদ রানা প্রমুখ এসময় বক্তব্য রাখেন ।
<span;>ড. সাইফুল আলম চৌধুরী ট্রেন থেকে নেমে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেশে আবেগ আপলুত হয়ে পড়েন।
এসময় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ড. সাইফুল কুলাউড়া উপজেলা ছাত্রদল যুবদলের ঐক্য দেখে সকলকে ধন্যবাদ জানান। কুলাউড়া উপজেলা বিএনপির আগামী কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে ড. সাইফুল আলম চৌধুরী বলেন,দলে ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন আমি সকল নেতাকর্মীকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি। সভাপতি নির্বাচিত করলেও ইনশাআল্লাহ সকলকে একসাথে নিয়ে চলার চেষ্টা করবো।