কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়া শহরে রবিবার সন্ধ্যা রাতে দু:সাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।শহরের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বাসায় ফেরার পথে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে এসে ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। রাত সাড়ে এগারোটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঘটনাস্থলে কৌতুহলী স্থানীয় লোকজন ভীড় জমিয়েছেন বলে জানা গেছে।
এব্যাপারে জানতে চাইলে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভিকটিম এখন থানায় এসেছেন। পুলিশ অভিযানে নেমেছে।
স্থানীয়রা জানান,কুলাউড়া উত্তর বাজারের মজুমদার ফ্যাসনের স্বত্বাধিকারী মিজানুর রহমান মজুমদার রবিবার রাত আনুমানিক ১০ টায় দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন।কুলাউড়া উপজেলা পরিষদের পশ্চিমে সাদেকপুর রোডের মুখে যাওয়া মাত্র পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি সিএনজি অটোরিকশা তাঁর গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা দুটি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মহিলা কলেজ ও আহমদাবাদ মাদরাসার রোডের দিকে সিএনজি নিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়িতে চালকসহ মোট ৩ জন লোক ছিলেন বলে জানান তিনি।