বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে । সোমবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় রেস্টুরেন্টে এ উপলক্ষে বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন।এতএ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ। সভায় আগামী আগামী ১৬ই আগস্ট বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জরুরী সভায় সিদ্ধান্ত হয় বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী ১৬ই আগস্ট অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট আসুক উদ্দিন আহমদকে মনোনিত করা হয়েছে। উপজেলার দশটি ইউনিয়নে মোট ৭ শত ১০জন ভোটারের তালিকা প্রস্তুত করা হয়েছে। ৭ই আগস্ট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদের মনোনয়নপত্র বিক্রয় হবে। আগামী ৮ই আগস্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৯ই আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপি একটি আদর্শিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিতে যে গণতন্ত্র আছে এটি বড়লেখায়সহ গোটা মৌলভীবাজার জেলার ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে গেলে দেখতে পারবেন। দলের প্রতিটি স্তরের কমিটি গঠনে আমরা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করি। দলের তৃণমূলের নেতারা তাদের পছন্দের নেতাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, এখনো এটি অব্যাহত রেখেছে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দলের নিয়ম-নীতির বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না। সবাইকে সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সাংগঠনিক ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। দলের কোন পর্যায়ের কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধারী কোন পর্যায়ের নেতা কর্মী কমিটিতে স্থান দেয়া যাবে না বলে স্থানীয় পর্যায়ের নেতাদের কঠোর সতর্ক বার্তা দেন তিনি। যারাই পূনর্বাসন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্র থেকে বলে জানান তিনি।
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানো। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটি ইউনিট যাতে সঠিকভাবে গঠিত হয়, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। কাউন্সিলের মাধ্যমে পরীক্ষিত, জনপ্রিয় ও ত্যাগী নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে। সভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের কাউন্সিলের প্রস্তুতি যথাযথভাবে নেওয়ার নির্দেশনা দেন এবং সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত