নিউজ ডেস্ক :মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের কমিটি থেকে শেখ মো. আতিকুর রহমানকে প্রাথমিক সদস্য পদ ও সম্পাদকীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।গত (২৬জুলাই) মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) এর সভাপতি শাহ্ সাইফুল আক্তার লিখন ও সাধারণ সম্পাদক শাফিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে শেখ মো. আতিকুর রহমানকে কমিটি থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
তারা বিবৃতিতে আরো জানান, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন শেখ মো. আতিকুর রহমান। তিনি বেশ কিছুদিন যাবৎ সংগঠনের নাম ব্যবহার করে সংগঠন বিরোধী কার্যকলাপ করে আসছিলেন। যার সাথে এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির কোন সদস্যের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আরো জানান, ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি গত (৯ জুলাই) শেখ মো. আতিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তার নিজের ইচ্ছামতো কমলগঞ্জ উপজেলা প্রবাসী ফোরাম নামে একটি কমিটি প্রকাশ করেছে এবং সেখানে সে নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা করেছে। অথচ যেখানে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম এই ধরনের কোন কমিটির অনুমোদন দেয়নি। আমরা এই ভুয়া ও মনগড়া কমিটির প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পরবর্তীতে সংগঠনের কার্যকরী কমিটির সবার মতামতের ভিত্তিতে শেখ মো. আতিকুর রহমানকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের প্রাথমিক সদস্য পদ সহ সম্পাদকীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এদিকে শেখ মো. আতিকুর রহমানের এমন সংগঠন বিরোধী কার্যকলাপে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৌলভীবাজার জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।