নিউজ ডেস্ক :নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভুত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।নিহত দিদারুল ইসলাম রতন কুলাউড়া পৌরসভার মাগুরার সন্তান। নিউইয়র্কে কর্মরত কুলাউড়া শহরের সাংবাদিক মমতাজুল আহাদ এই খবরের সত্যতা নিশ্চিত করেন।
এবিসি নিউজ জানিয়েছে, ৩৪৫ পার্ক অ্যাভিনিউ এবং ইস্ট ৫২ তম স্ট্রিটে অবস্থিত একটি ভবনে সোমবার সন্ধ্যা ৬:৩০ টার ঠিক আগে এই ঘটনাটি ঘটে। ভবনটিতে বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন এবং জাতীয় ফুটবল লীগের সদর দপ্তর অবস্থিত।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মিডটাউনে হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন যাদের মধ্যে চারজন মারা গেছেন। এই ঘটনায় নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলেও জানানো হয়। হামলায় নিহতদের মধ্যে আরও দুজন পুরুষ ছাড়াও একজন নারীও রয়েছেন।
মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, নিহত অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী। মেয়র অ্যাডামস তাকে "অফিসার ইসলাম" বলে উল্লেখ করেন।
নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ওই কর্মকর্তার নাম দিদারুল ইসলাম।
তিনি জানান, অফিসার দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।
জেসিকা টিশ বলেন, "আমরা তাকে যে কাজটি করতে বলেছিলাম সে সেই কাজটিই করছিল,"।
"সে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছে।"
এদিকে বিভিন্ন সুত্র জানায়, দিদারুল ইসলামের দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
এদিকে এনওয়াইপিডি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে প্রাণ হারানো পুলিশ কর্মকর্তার ছবি সংযুক্ত করে জানায়, তার নাম দিদারুল ইসলাম। তিনি এনওয়াইপিডির ৪৭তম প্রিসেন্টের কর্মকর্তা ছিলেন।
পোস্টে দিদারুল ইসলামের প্রশংসা করে বলা হয়, বেদনাদায়ক বিয়োগের দিনে তিনি নিউ ইয়র্কবাসীর সুরক্ষা দিচ্ছিলেন।
এ কর্মকর্তার অবদান সবসময় স্মরণ করা হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত