শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘‘কৃষি সমৃদ্ধি’’ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ সংশোধিত) আওতায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে এ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীমঙ্গলের আয়োজনে এই মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কৃষি অফিসের পক্ষ থেকে মোট ১৪টি স্টল স্থান পেয়েছে।
মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, পরিবেশবান্ধব প্রযুক্তি, জৈব সার, উন্নত জাতের বীজ এবং কৃষিভিত্তিক উদ্ভাবনসমূহ প্রদর্শন করা হচ্ছে।
এতে কৃষকদের মাঝে প্রযুক্তি ব্যবহারে উৎসাহ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা, নারী কৃষি কর্মীসহ সাধারণ দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।