1. bachchu.syl@gmail.com : মৌলভীবাজার নিউজ : মৌলভীবাজার নিউজ
  2. info@www.dailymoulvibazarnews.com : মৌলভীবাজার নিউজ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে সেফটি ট্যাঙ্কে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু বড়লেখায় দিনদুপুরে ব্যবসায়ীর গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই কুলাউড়া আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়তে চান হাজীপুরের কেন্দ্রীয় শ্রমিকনেতা সুরমান আলীও স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে ছিলাম-নবাব আলী আব্বাস খাঁন :জাতীয় পার্টি ( কাজী জাফর) রাউৎগাঁও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠিত কুলাউড়ায় সৈয়দ আবিদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন নিউইয়র্কে নিহত দিদারুলের কুলাউড়া শহরের বাড়িতে শোকের মাতম নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় কুলাউড়ার দিদারুল সহ নিহত ৫ কুলাউড়ায় সন্ধ্যা রাতে ব্যবসায়ীর টাকার ব্যগ ছিনতাই বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল ১৬ আগস্ট

কুলাউড়া আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়তে চান হাজীপুরের কেন্দ্রীয় শ্রমিকনেতা সুরমান আলীও

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি :মৌলভীবাজার -২ (কুলাউড়া)  আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে লড়তে চান শ্রমিক আন্দোলনের এক জীবন্ত কিংবদন্তী মোঃ সোরমান আলী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এছাড়াও সিলেট জেলা শাখার সভাপতি।

শ্রমিকনেতা সুরমান আলীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃতি সন্তান মো. সুরমান আলীর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন। বিদ্যুৎ বিভাগে চাকুরী করার সময় গোটা সিলেট বিভাগে হাজার হাজার  শ্রমিক নেতা গড়ার কারিগর গণ মানুষের নেতা  মো:সোরমান আলী সিলেট  জনপ্রিয় একজন শ্রমিক নেতা।সিলেটের সুনামগঞ্জ, গোলাপগঞ্জ ও মহানগর এলাকায় তিনি বিগত ৪০ বছর ধরে বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্ব দিয়ে আসছেন।
বিশেষ করে বিএনপির কঠিন সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের। এরপর ধাপে ধাপে উঠে এসেছেন কেন্দ্রীয় শ্রমিকদলের সম্মানজনক স্থানে।
তিনি দীর্ঘ ৪০ বছর ধরে ট্রেড ইউনিয়নের শ্রমিক আন্দোলনের  সাথে জড়িত।মদন মোহন কলেজে লেখাপড়াকালীন সময় থেকেই তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় হামলা হামলার শিকার হয়ে ২০০৭ সালে মঈন উদ্দিন ফখর উদ্দিন সরকারের সময় ৬ মাস ১২ দিন কারাগারে ছিলেন।
চব্বিশের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সিলেট মহানগরীর বন্দরবাজারে  বিএনপির মিছিলে  ৪ আগষ্ট পুলিশের গুলি ও সাউন্ড গ্রেনেডের উচ্চ শব্দে কানে আঘাত প্রাপ্ত হয়ে যুক্তরাষ্টে  চিকিৎসা নিয়ে ফিরেছেন।
নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিলে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। দেশের প্রতিটি গণ-আন্দোলনে শ্রমিক-জনতার নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।তিনি শ্রমিক আন্দোলনের এক জীবন্ত কিংবদন্তী। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের লড়াকু সৈনিক।
ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।বড় মেয়ে ডাক্তার তাবাসসুম লিজা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে কর্মরত আছেন। ছোট ছেলে ইলেকট্রিক ইন্জিনিয়ার ও ওয়াশার সাবেক সহকারী প্রকৌশলী  মোঃ আতিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি ইউভার্সিটিতে এম এসে অধ্যায়নরত।
রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে তিনি ১৯৮৮/৮৯ সালে  গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছিলেন। ৮৯ থেকে ৯০ সাল পর্ষন্ত গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি। ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সিলেট জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এরপর ২০০৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সিলেট মহানগর শ্রমিকদলের সাধারণ  সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি বর্তমানে জেলা শ্রমিকদলের আহবায়ক ও কেন্দ্রীয় শ্রমিকদলের বিভাগীয় সাংগঠনিকের দ্বায়িত্ব পালন করছেন।
একইই সাথে  জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিলেট ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত। বর্তমানে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।

মৌলভীবাজার নিউজ এর সাথে আলাপকালে শ্রমিক নেতা সুরমান আলী জানান দীর্ঘ ৪০ বছর ধরে সিলেট বিভাগে জাতীয়তাবাদী শ্রমিকদলের জন্য কাজ করছি। মৌলভীবাজার -২ কুলাউড়া আসনে নির্বাচন করার লক্ষে বর্তমানে লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণ চলছে। আমার বিশ্বাস দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার রাজনৈতিক জীবনের মূল্যায়ন করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট