জুড়ী প্রতিনিধি :মৌলভীবাজারের জুড়ী উপজেলার সেফটি ট্যাঙ্কে পড়ে সোহেল উদ্দিন (২৭) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় সোহেলের আপন ছোট ভাই ইমন (২৫) আহত হয়। বুধবার রাত আনুমানিক ৯ টায় জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা ডুমাবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। উভয়ে গ্রামের মজুমিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় সোহেল ও ইমন <বাথরুমের সেফটি ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফ অফিসার এস এম শামীম রাত আনুমানিক সাড়ে ১১ টায় জানান, তারা রাত আনুমানিক ৯ টায় সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সোহেল ও ইমন ল্যাট্রিনের ট্যাংকে পড়ে আছে।তারা সোহেলকে অচেতন অবস্থায় এবং ইমন কে অসুস অবস্থায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল উদ্দিন কে মৃত ঘোষণা করেন। ইমন অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
বুধবার দিবাগত রাত পৌনে ১২ টায় জুড়ী থানায় যোগাযোগ করলে জানানো হয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।