আব্দুল বাছিত বাচ্চু
আগামী কাল শনিবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। ওইদিন সকাল ১০ টায় ইউনিয়নের আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
পৃথিমপাশা ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়,কুলাউড়া উপজেলার আলোচিত এক ইউনিয়ন পৃথিমপাশা। এখানে রয়েছে বৃহত্তর সিলেটের জমিদার খ্যাত নবাব আলী আমজদ খানের বাড়ি। বৃটিশ ভারত থেকে আজঅবদি এই পরিবারের স্থানীয় রাজনীতিতে রয়েছে আধিপত্য। বিশেষ করে ন্যাপ ভাসানী থেকে শুরু করে বর্তমান বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব দলে রয়েছে নবাব পরিবারের লোকজনের আধিপত্য। ১৯৭৩ সালে আওয়ামী লীগের এমপি ছিলেন নবাব আলী সরোয়ার খান। ১৯৮৮,১৯৯১ ও ২০০৮ সালে জাতীয় পার্টির এমপি ছিলেন নবাব আলী আব্বাস খান। আবার নব্বুইয়ের দশকে উপজেলা বিএনপির সভাপতি ছিলেন নবাব আলী ইয়াওম খান। পৃথিপপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী তকী খান এবং আলী বাখর খান এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আলী ওয়াজেদ খান ও আলী সাজ্জাদ খান,জেলা ছাত্রদলের ক্ষুদ্র ও কুঠিরশিল্প বিষয়ক সম্পাদক আলী হাসিব খান এই পরিবারের উত্তরাধিকার।
যে কারণে পৃথিপপাশা ইউনিয়নে যেকোনো রাজনৈতিক দলের কার্যক্রমে নবাব পরিবারের একটা আধিপত্য থেকে যায়।
স্থানীয় নেতাকর্মীরা জানান নবাব পরিবারের সাথে অপর একটি অংশের বিরোধ ঘিরে এই ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন এর আগে প্রতিবাদ বিক্ষোভ দাঙ্গা ফ্যাসাদ শোকজ সবই হয়েছে। এই।পরিস্থিতিতে শনিবার সম্মেলন ও কাউন্সিল।
বিএনপির দলীয় সুত্র জানায়, আগামীকাল শনিবার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির কাউন্সিল অন্য আরও ১২ টি ইউনিয়নের মতো না। এখানের চলতি কাউন্সিল একটু ব্যতিক্রম। বিশেষ করে পৃথিমপাশা নবাব পরিবারের জন্য বলা যায় এক মর্যাদার লড়াই। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে এখানে বিএনপি জোট থেকে প্রার্থী হতে চাচ্ছেন জাতীয় পার্টির সাবেক ৩ বারের এমপি নবাব আলী আব্বাস খান। আর তার ছোটভাই নবাব আলী তকী খান এই কাউন্সিলে হয়েছেন সভাপতি প্রার্থী। যেকারণে নবাব পরিবারের লোকজন তাদের নিজ ইউনিয়ন পৃথিমপাশা ইউনিয়নের কাউন্সিলকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন সম্মেলনের প্রধান সমন্বয়কারী আলমগীর হোসেন ভুইয়া ‘মৌলভীবাজার নিউজ’ কে জানান পৃথিপপাশা ইউনিয়ন বিএনপির আগামী কালকের সম্মেলনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত মঞ্চ ও বিশাল অডিয়েন্স।
<span;>তিনি মৌলভীবাজার নিউজকে জানান, প্রথম পর্বে সম্মেলন উদ্বোধন করবেন উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু,সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
তিনি আরও জানান,সম্মেলন শেষে বিকাল ২ টায় শুরু হবে কাউন্সিল অধিবেশন।চলতি কাউন্সিলে ৪৫৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
জানা গেছে এবছর সভাপতি পদে ৪ জন সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন মিলে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদের আলোচিত প্রার্থী হলেন সাবেক সভাপতি আকদ্দস আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ ও সাবেক যুবদল নেতা নবাব আলী তকী খান। এছাড়া সাজু উদ্দিন নামক আরও একজন প্রার্থী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আহমেদ উর রহমান মুরাদ ও বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী বাতেন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম রউজ, জয়নাল আহমেদ চৌধুরী, রাসেল আহমেদ, সালেক আহমেদ সাবুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।