স্টাফ রিপোর্টার : হঠাৎ উওপ্ত হয়ে উঠে মৌলভীবাজার শহর।বৃহস্পতিবার রাতের ঘটনা। শহরের আলেম ওলামা নেমে আসেন রাস্তায়। রংপুর জেলায় কথিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় মৌলভীবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের একটি মানববন্ধন চলাকালে হঠাৎ মাওলানা মামুনুল হককে নিয়ে উস্কানীমূলক বক্তব্য দেন উদীচীর সভাপতি জহর লাল দত্ত। তিনি রংপুর জেলার ঘটনায় মাওলানা মামুনুল হককে দায়ী করে গ্রেফতার দাবি করেন। এরপর এশার নামাজের আলেম ওলামা রাস্তায় নেমে আসেন।
খেলাফত যুব মজলিস তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল। মৌলভীবাজার প্রেসক্লাব চত্তর থেকে রাত সাড়ে ১০ টায় মিছিলটি শুরু হয়ে চৌমুহুনা পয়েন্ট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন আমাদের প্রানের স্পন্দন দেশের গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস মুহতারাম আমীর মজলুম জননেতা আল্লামা মামুনুল হক’কে নিয়ে পতিত সৈরাচার এর সঙ্গী ভুইফুর উদীচি শিল্পী গোষ্টির সভাপতি জহুর লাল দত্ত যে বক্তব্য দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি আমরা তার এই উসকানি মূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি তার এই বক্তব্য ষড়যন্ত্র মূলক যা আমাদের শান্ত এবং সম্প্রতির শহরে অশান্তি সৃষ্টির যড়যন্ত্র হতে পারে।
নেতৃবৃন্দ উপস্থিত প্রশাসন কে উদ্দেশ্য করে বলেন অতি দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞেসাবাদ করা উচিৎ।
বক্তারা আরও বলেন, জহুর লাল দত্ত তার বক্তব্যের মাধ্যমে আমাদের কলিজায় আঘাত করার দূঃসাহস দেখিয়েছে, আমরা সাবধান করে সৈরাচার এর দোসর ইসকন গংদের বলে দিতে চাই বিন্দু পরিমাণ ছাড় দেবো না। তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন এর মধ্যে যদি সে তার বক্তব্য পত্যাহার করে ক্ষমা না চায় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলনের নির্দেশনা আসবে।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল এর সভাপতিত্বে মিছিল পরবর্তী সংখিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন ,সহ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী,
যুব মজলিস এর জেলা সহ সভাপতি শাহ মিসবাহ, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সহসাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন, খেলাফত নেতা মুফতী আল আমিন আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম শাফী, ছাত্র নেতা আতাউর রহমান,প্রমুখ।
এদিকে জানা গেছে উদীচীর সভাপতি জহর লাল দত্ত রাতে লাইভে এসে তার বক্তব্য অসাবধানতাবশত হয়ে গেছে এজন্য তিনি সকলের কাছে দু:খ প্রকাশ করেছেন।