কুলাউড়া প্রতিনিধি:কুলাউড়া উপজেলার পৃথিপপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার ইউনিয়নের আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় কাউন্সিল। উক্ত কাউন্সিল অধিবেশনে ৪৫৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।
এদিকে কাউন্সিলের মাধ্যমে ফের পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ফিরলেন বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ। শনিবার ইউনিয়ন বিএনপির কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন এডভোকেট আহমেদ উর রহমান মুরাদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রাসেল আহমেদ।
বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে পৃথিমপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন ময়েজ। পরে উপজেলা যুবদলের নেতৃত্ব দিয়েছেন। অন্তত ২৬ বছর ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এক পর্যায়ে অসুস্থ হয়ে রাজনীতিতে সাময়িক বিরত ছিলেন। ২০২৩ সাল থেকে আবারও সক্রিয় হন।তখন বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়লে একাংশের সভাপতি হন বুরহান উদ্দিন ময়েজ। আজ আবার ঐক্যবদ্ধ পৃথিপপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি হলেন ময়েজ। তবে এবার তার নেতৃত্ব অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছিলো। বিশেষ নবাববাড়ির প্রার্থী নবাব আলী তকী খান ও সাবেক সভাপতি আকদ্দস আলী মাস্টার প্রার্থী হওয়ার পর অনেকের ধারণা ছিলো হয়তো এবছর নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। কিন্তু সব অনুমান পালটে দিয়ে ৩৫ ভোটের ব্যবধানে নবাব আলী তকী খানকে পরাজিত করে বিজয়ী হন পৃথিপপাশা ইউনিয়নের এক প্রতিবাদীকণ্ঠ বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত