প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
কুলাউড়ায় ৬ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ ৬ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ আগষ্ট ) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা।
ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান তারেকের সভাপতিত্বে ও পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার ও দক্ষিণের সভাপতি তিহান তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার -২ কুলাউড়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী জাতির গড়ার কারিগর। তাদের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে হবে। মেধাবী ছাড়া মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই মেধাবী হতে হলে সবাইকে উচ্চ শিক্ষা গ্রহণ করে মানবিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য মো: রিয়াজুল ইসলাম, পল্টন থানার আমীর শাহিন আহমদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জেলা ছাত্র শিবিরের সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি হাফেজ তাজুল ইসলাম, আব্দুল মুমিত, নিজাম উদ্দিন। অবিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সাঈদ এনাম, বিশিষ্ট ব্যবসায়ী সেলুর রহমান। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর। স্বাগত বক্তব্য দেন জেলা সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ, কুলাউড়া সরকারি কলেজ সভাপতি মোজাহিদুল ইসলাম। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ওবায়দুল্লাহ তাহসিন ও হুমায়রা জান্নাত মুক্তা মৌমি।
অনুষ্ঠানে শিবির ও বরণ সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত