বিশেষ প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন তফজ্জুল হোসেন নজরুল(৩৫) নামক এক কলেজ শিক্ষকক। তিনি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রণচাপ নিবাসী মাহমুদ আলী মাস্টারের ছেলে। নজরুল বর্তমানে জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক । মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় শ্রীমঙ্গলের নতুন বাজার টু শাপলাবাগবগলিতে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নজরুল মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল নতুন বাজার থেকে সিন্দুখান রোডের বাসায় ফিরছিলেন। শাপলাবাগ এলাকায় পৌছা মাত্র ৩ দুর্বৃত্ত তার গতি রোধ করে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নজরুলকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে প্রথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতাল নিয়ে যান । কিন্তু মাথায় গুরুতর জখমজনিত কারণে ঘন ঘন বমি হওয়ায় ডাক্তাররা সিলেট রেফার্ড করম্রেন। বর্তমানে তিনিপপুলার হসপিটালে আইসিইউ তে চিকিৎসাধীন ।
এব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি (আমিনুল ইসলাম) মৌলভীবাজার নিউজকে বলেন এ বিষয়ে এখনো কেউ আমাদেরকে কিছু জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।