নিউজ ডেস্ক :মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম সেলুকে গ্রেফতার করেছে পুলিশ। জুড়ী থানা পুলিশ বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টায় ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
জুড়ী থানা পুলিশের পরিদর্শক তদন্ত জহিরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার নিউজকে জানান, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামী।