1. bachchu.syl@gmail.com : মৌলভীবাজার নিউজ : মৌলভীবাজার নিউজ
  2. info@www.dailymoulvibazarnews.com : মৌলভীবাজার নিউজ :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে’ কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা মৌলভীবাজারে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে কুলাউড়ার ব্যবসায়ী খুন জুড়ী ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলু গ্রেফতার ভারতীয় উপ হাইকমিশনারের কুলাউড়া চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও বটুলি চেকপোস্ট পরিদর্শন মৌলভীবাজারে মনু নদীতে নৌকা থেকে পড়ে  যুবক নিখোঁজ মৌলভীবাজারে জেলা প্রশাসক বরাবর জমিয়তের স্মারকলিপি প্রদান তারেক রহমানের সঙ্গে বৈঠকে  সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা! মৌলভীবাজারে বিএনপির জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয় উৎসবে জনস্রোত মৌলভীবাজারে ৬ টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার,আটক -১ শ্রীমঙ্গলে দুর্বৃত্তদের হামলায় হাজীপুর ইউনিয়নের কলেজ শিক্ষক গুরুতর আহত

মৌলভীবাজারে জেলা প্রশাসক বরাবর জমিয়তের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :জাতিসংঘের কার্যালয় স্থাপন চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির র অংশ হিসেবে মৌলভীবাজার জেলা জমিয়তের উদ্যোগে জেলা প্রশাসক ইসরায়েল হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন স্থাপন চুক্তি ও কার্যক্রম বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদানের এই  কর্মসূচির র ঘোষণা দেয় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা আহবায়ক মাওলানা বদরুল ইসলাম, সদস্য সচিব মাওলানা জামিল আহমদ আনসারী, যুগ্ম সদস্য সচিব মুফতি আশরাফুল হক, সদস্য মাওলানা আব্দুল জব্বার, মাওলানা জয়নুল হক, মাওলানা ইমামুদ্দীন, মাওলানা আজির উদ্দীন, মুফতি শিহাব উদ্দীন, মাওলানা মাহদী হাসান কামাল প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয় ,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন যাবত দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভুমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। তবে দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ ও বিদেশে ব্যাপক ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্মারকলিপিতে দাবি করা হয় এ চুক্তির ফলে এক দিকে যেমন দেশের সাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে, এতদাঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থানের অবেদন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এমতবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ পক্ষ থেকে দেশব্যাপী জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকর কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছি।

দাবি সমূহ:
(১) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
(২) সমকামিতা, ট্রান্সজেন্ডার ও বাকস্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করে। এই অফিস কার্যত মানবাধিকারের নামে ইসলামবিরোধী পশ্চিমা এই সংস্কৃতিগুলোকেই এ দেশে প্রমোট করবে।
(৩) বাংলাদেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা বিপন্ন হবে।
(৪) বহুল আলোচিত পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা একটি খৃষ্টান রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম করবে।
(৫) আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট